শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

মাদকের নেশা থেকে দূরে থাকুন

৩:৩৬ AM




মাদকের নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা 

বাংলাদেশের যুবসমাজের একটি বিরাট অংশ আজ মাদকের করালগ্রাসে নিমজ্জিতনৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই দেশে যুবসমাজের মধ্যে মাদকাসক্তির পরিমাণ সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে প্রশ্ন জাগে, যে ছেলেটি আজ বাবা-মায়ের মাথার ঘাম পায়ে ফেলানোর কষ্টার্জিত অর্থ নিয়ে নামকরা একটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে, সে কেন আজ মাদকাসক্ত? 
সিগারেট থেকে নেশা শুরু করলেও মাদকের প্রতি আসক্তি তাদের ধীরে ধীরে শুরু হয়বেশির ভাগই শুরু হয় বন্ধুবান্ধবের সাহচর্যেমূলত মাদক কেনার অর্থ জোগাড় করতে গিয়েই কিশোর-তরুণেরা নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে  বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকাসক্তির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশযেসব দেশে মাদক উৎপাদিত হয় সেসব দেশের চক্রের মধ্যে বাংলাদেশ অবস্থিত, যেমন দক্ষিণ-পূর্বে গোল্ডেন ট্রায়াঙ্গল, থাইল্যান্ড, মিয়ানমার ও লাওসে পপিগাছ (আফিম) উৎপন্ন হয়আবার উত্তর-পশ্চিমে গোল্ডেন ক্রিসেন্ট পাকিস্তান, আফগানিস্তান ও ইরানফলে এতদঞ্চলের মাদক ব্যবসার প্রভাব বাংলাদেশকেও প্রভাবিত করে 
ইয়াবা একটি মারাত্মক ক্ষতিকর মাদকএটি নিয়মিত গ্রহণ করলে মস্তিষ্ক কোষে ডোপামাইন কমে গিয়ে পারকিনসনস রোগ হতে পারেইয়াবা মস্তিষ্কের রক্তবাহী সূক্ষ্ম নালিগুলোকে ধ্বংস করে ব্রেইনস্ট্রোক ঘটাতে পারে 
সম্প্রতি একটি সংবাদ আমাদের সবার দৃষ্টি কেড়েছে তা হলো কলেজছাত্রী ও বিদেশি নাগরিকসহ ১০ জন আটকরাজধানী থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে ঢাকা ডিবি পুলিশএ ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক কলেজছাত্রীসহ ছয়জনকে আটক করা হয়েছেসীমান্তপথে প্রতিদিন গড়ে অন্তত দুই লাখ বোতল ফেনসিডিল দেশে ঢুকছেঅর্থাৎ বার্ষিক জাতীয় বাজেটের প্রায় এক-পঞ্চমাংশের সমান টাকা ধ্বংস হচ্ছে এ নেশার পেছনে 
ইউনাইটেড স্টেটস ওয়ার্ল্ডের রিপোর্টে বলা হয়, পিতা-মাতাই পারেন সন্তানকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতেসুতরাং পিতা-মাতারা, আপনার সময়ের একটা নির্দিষ্ট অংশ সন্তানের দেখাশোনার জন্য বরাদ্দ রাখুন, তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন
তাদের অসুবিধাগুলো সমাধানে সচেতন হোন, আপনার অসুবিধাগুলো সম্পর্কে তাদের সচেতন করুন 
সমাজে সুস্থ সংস্কৃতির চর্চা না থাকলে, নানা ক্ষেত্রে অবক্ষয়, হতাশা বাড়তে থাকলে মাদকাসক্তি বাড়বেতাই অসুস্থ সংস্কৃতির বলয় থেকে আমাদের বের হতে হবে, মানবিক মূল্যবোধকে আবার জাগরিত করতে হবেতবেই আসবে মুক্তি 
সুতরাং, আমাদের আবার পূর্বপরিচয়ে ফিরে যেতে হবে, যেখানে একটি পরিবারে বাবা-মা, সন্তান, চাচা-চাচি, মামা-মামি, ফুফা-ফুফু, নানা-নানিসবাইকে নিয়ে আমরা বসবাস করতাম, সবাই সবার আনন্দ, সুখ, ব্যথা, বেদনাকে ভাগাভাগি করে নিতামতাতে পরস্পরের যে সমস্যা দুঃখ-যন্ত্রণা আছে, তা সহজেই সমাধান করতে পারতাম 
কিন্তু বর্তমানে আমরা সবাই এককেন্দ্রিক হয়ে গেছি, আমরা পরস্পরকে শ্রদ্ধা করি না, ফলে দেখা দিচ্ছে অবক্ষয়, অসামাজিক কাণ্ডকীর্তিতাই এখন প্রয়োজন সামাজিক বন্ধনকে দৃঢ় করাপ্রয়োজন, বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক আরও নিবিড় করা 
তবে সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে যে মাদক নিয়ন্ত্রণের চারটি ধাপ আছে: 
১. চাহিদা হ্রাসএ জন্য গণসচেতনতা প্রয়োজন 
২. সরবরাহ হ্রাসএ ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ জরুরি 
৩. ক্ষতি হ্রাসমাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে এটি করা যায় 
৪. রাজনৈতিক সদিচ্ছা 
এ জন্য সরকারের প্রচেষ্টাও যেমন আন্তরিক হওয়া প্রয়োজন, তেমনি নিবিড় পর্যবেক্ষণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম শক্তিশালী করা জরুরি


Collected

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

1 মন্তব্য(গুলি):

 

© 2013 Effects of Drug Abuse. All rights resevered. Designed by Templateism

Back To Top