Future Life একটি সু-পরিচিত মাদকাসক্তি চিকিৎসা
ও পুনর্বাসন কেন্দ্র। ২০১৩ সাল থেকে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে Future Life
অগ্রণী ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠান থেকে রোগী চিকিৎসা নিয়ে তাদের
সুস্থ্য পারিবারিক জীবন ভোগ করেছে এবং সামাজিক ভাবে প্রতিষ্ঠা লাভ
করেছে।
Future Life একটি
সামাজিক, অরাজনৈতিক, বেসরকারী সংস্থা। চিকিৎসা ক্ষেত্রে এর মান, সুনাম ও
পেশাদারী বৈশিষ্ঠের কারণে এই প্রতিষ্ঠান মাদক
দ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তর কর্তৃক লাইসেন্স ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত .
Future Life-এ
মাদকাসক্ত চিকিৎসা ও নিরাময়ের সাথে সাথে আমরা নতুন একটি প্রোগ্রাম শুরু
করেছি। যার নাম প্রার্থনা ও ধর্ম শিক্ষা।
এর আওতায় মুসলিম রোগীদের ৫ ওয়াক্ত ও জুম্মার নামায পড়ার ব্যবস্থা করা
হয়েছে। একই সঙ্গে তাদের সপ্তাহে তিনদিন কুরআন ও হাদীসের জ্ঞান দান করার
ব্যবস্থা করা হয়েছে। অদূর ভবিষ্যতে সপ্তাহে প্রতিদিনই এ কার্যক্রম পরিচালনা
করার আশা রাখছি ও মহান রাব্বুল আলামীনের সাহায্য
প্রার্থনা করছি।
আজ বাংলাদেশ সহ
বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদেরও অঙ্গিকার একটি মাদক মুক্ত সমাজ
প্রতিষ্ঠা করা, যাতে করে বর্তমান যুব সমাজ মাধকের এই করালগ্রাস থেকে মুক্ত
হয়ে তারা কুরআন ও সুন্নাহ্র আলোকে এই খারাপ পথ পরিহার
করে একটি সুস্থ্য সমাজ গড়তে পারে। আমিন।
কিছু
অপ্রিয় সত্য কথা...
- সবাই নগ্নতা , নগ্ন দৃশ্য পছন্দ করে কিন্তু যে নগ্ন হয় তাকে কেউ পছন্দ করেনা |
- মাদক দ্রব্য কে না, সবাই দুরে সরিয়ে রাখে মাদকসেবীকে |
- পতিতালয়কে নয়, যে পতিতা তাকে সবাই ঘৃণা করে |
- মেয়েরা চায় তার স্বামী শুধু তাকেই সময় দিবে কিন্তু তারা একবারো ভাবে না যে"অতীতে আমি একাধিক ছেলেদের সাথে তো সময় নষ্ট করিনি ?"
- খুন না সবাই ভয় পায় খুনীকে|
- ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যে সব মানুষ এই আবর্জনা পরিষ্কার করে তাদের সবাই ঘৃনা করে |
কথা গুলি কত খানি সত্যি ? কোন সত্যি কথাটি আপনার কাছে খুব বেশি সত্যি কথা হিসাবে
মনে হচ্ছে ? মন্তব্য করুন..
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন