মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

মাদকের কারনে যুব সমাজ ধ্বংসের পথে

১২:০০ AM


সুন্দর একটি সমাজকে ধ্বংস করে তিলে তিলে 


সমাজ কে মাদক মুক্ত করতে হলে সর্ব প্রথম সচেতন করতে হবে নিজের পরিবার কেমাদক গ্রহন এর সিঁড়ি হল ধূমপানএই ক্ষেত্রে বড়দের কে পালন করতে হবে অগ্রণী ভূমিকামাদক মুক্ত সুস্থ সুন্দর জাতি পেতে হলে ধূমপান বর্জন থেকে শুরু করতে হবেপরিবার এর বড় যারা তারা যদি ছোটদের সামনে ধূমপান থেকে বিরত থাকে তাহলে ছোটরা কখনই ধূমপান এর প্রতি আগ্রহ দেখাবে নাএই শুরু টা যদি পরিবার থেকে করতে পারি তা হলে আগামী তে সুন্দর একটি প্রজন্ম আমাদের দেশ এর জন্য অপেক্ষা করে আছেকেবল মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব


যুবক ও তরুণ ছাত্র সমাজ দেশ ও জাতির ভবিষ্যৎতারা সমাজের ভূষণ ও শক্তিশালী কাঠামোতরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হলে পুরো জাতি ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়বড় পরিতাপের বিষয় হল- পাশ্চাত্য মতবাদের ধ্বজাধারী প্রচলিত রাজনৈতিক দলগুলো তরুণ সমাজকে নষ্ট করার জন্য ধ্বংসস্তূপের ব্যবস্থা করেছেতারা দলীয় ক্যাডারের নামেসন্ত্রাসীবাহিনীতৈরিকরেছেফলেতরুণরাসমাজেসন্ত্রাসের প্রতিভূতে পরিণত হয়েছেতাদের মর্মান্তিক প্রভাবে সমাজ দুর্নীতির ভাইরাসে আক্রান্ত হয়েছেএই ভাইরাসের শেষ ঠিকানা যেন নির্ঘাত মৃত্যুএই মাদক ক্যান্সার শুধু মেধাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং পরিবারের অর্থনৈতিক ভিত্তি, সন্তান-সন্ততি, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংস করে বর্তমান তরুণ প্রজন্মের জন্য দুর্ভোগকারণ তারা সর্বাধিক প্রশংসিত কাফেলা হওয়া সত্ত্বেও নিজেদের বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য ও ঐতিহ্য হারিয়ে ফেলেছেতারা জ্ঞান চর্চা ছেড়ে সন্ত্রাস চর্চা করছে; প্রতিভার সাধনা না করে মাদক সেবন করে উন্মত্ত হচ্ছে; গবেষণা ও লাইব্রেরীছেড়েমিথ্যারাজনীতিও দলীয় নষ্টামির লেজুড়বৃত্তি করছেমানব সেবা ছেড়ে দুর্নীতির সেবা করছে; সামাজিক উন্নয়ন না করে সমাজে ত্রাসের রাজ্য কায়েম করছে; আল্লাহ প্রেরিত অভ্রান্ত ও মহা পবিত্র বিধান ছেড়ে ইহুদী-খ্রীস্টান বিধর্মীদের সৃষ্ট অপবিত্র বাতিল মতবাদের পিছনে ছুটছেদেশ ও জনগণের সম্পদ সংরক্ষণ না করে লুট করছেজনগণকেনিরাপত্তানাদিয়েতাদের ইযযত, সম্মান হরণ করছে, তাদেরকে প্রতিনিয়ত হত্যা করছেতাদের সোনালীইতিহাসকেএভাবেই কলঙ্কিত করছেতরুণ আলীর মূর্তি ও মাযার ভাঙ্গার হুংকার তারা আর শুনতে পায় নাইসলামের প্রথম বিপ্লবের অগ্রসেনানী মুছআব বিন উমায়েরর ত্যাগ তারা ভুলে গেছেখুবাইবের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামের কথা তাদের আর স্মরণ নেইউছামা বিন যায়েদ, মুহাম্মাদ বিন কাসেম, তারিক বিন যিয়াদ, ওমর বিন আব্দুল আযীয, শাহ ইসমাঈল শহীদ, তিতুমীর এমন লক্ষ লক্ষ তরুণ সিপাহসালারদের সংগ্রামের কথা তারা আর মনে করে নাযারা অসত্যের হিমাদ্রিপ্রাচীর ভেঙ্গে বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেনআমাদের তরুণ ছাত্ররা কখন তাঁদের পথে পরিচালত হবে সেই অপেক্ষায় প্রহর গুণছে সর্বস্ব হারা দারিদ্র্য পীড়িত অসহায় মানুষগুলোআল্লাহ তাআলা তরুণ প্রজন্মের চৈতন্যোদয় করুন এবং চির সত্যের পথে তাদেরকে পরিচালিত করুন- আমীন!! 

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

2 মন্তব্য(গুলি):

  1. আমি মাদক সমাজ চাই, এবং মাদক সম্পর্কে সু-ফল, কু-ফল যানতে চাই, এখানে যা বিস্থারিত পেয়েছি, এতে মাদক সম্পর্কে অনেক কিছু যেনেছি, যা আগে জানতাম না।

    উত্তরমুছুন

 

© 2013 Effects of Drug Abuse. All rights resevered. Designed by Templateism

Back To Top