সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

মাদক দ্রব্য কি ও ব্যবহারের অপকারিতা

৪:৪২ PM


মাদক দ্রব্য কি?

মাদক দ্রব্য হল এমন কোন দ্রব্য যেগুলো ব্যবহার করলে ব্যবহার কারির নেশা হয়ে যায়, তখন ঐ দ্রব্যগুলি না নিলে বা কম পরিমানে নিলে নানারকম মানসিক ও শারীরিক অসুবিধা হয়তখন যদি আবার পূর্বের মাত্রায় দ্রব্যটি নেওয়া হয় তখন সেই সব উপসর্গগুলি বা অসুবিধাগুলি ঠিক হয়ে যায়

মাদক দ্রব্যের নেশা বা অ্যাডিকশানকে আজকাল আর তা বলা হয় নাএখন এর নাম পরিবর্তন করে হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার বা ড্রাগ অ্যাবিউস(Drug abuse)পরবর্তি লেখাতে মাদক দ্রব্যের ব্যবহার বা নেশা বলে আমরা উল্লেখ করব
মাদকদ্রব্যের নেশা বা অপব্যবহার বলতে কি বোঝায়?

ক) মাদকদ্রব্য ব্যবহারের ফলে এমন অবস্থা হয় যে, তার জন্য ব্যবহারকারি দৈনন্দিন কাজে ঠিক মত যায় না,কাজ ঠিকমত করতে পারে না, লেখাপড়া ঠিক মত করতে পারে না,পরিবারের লোকজনদের সাথে ঠিকমত ব্যবহার করে না, ইত্যাদি
খ)দিনের অনেকটা সময় যায় মাদকদ্রব্যের জোগাড় করতে

গ)এমনকি এরা বার বার মাদকদ্রব্য ব্যবহার করে গাড়ী চালায় বা মেশিনে কাজ করে, যদিও জানে এটা বিপদ জনক
ঘ)মাদকদ্রব্য ব্যবহারের ফলে বার বার আইনভঙ্গ করতে পারে বা পুলিশে গ্রেফতার হতে পারে
ঙ)যদিও পরিবারে বা কাজের জায়গায় ইত্যাদিতে নানা অসুবিধা বা ঝামেলা হয় তা সত্তেও মাদকদ্রব্য ব্যবহার করতে থাকে এই রকম অবস্থা হলে এদের ডাক্তার দেখানো বা চিকিসা করা দরকার।

মাদকদ্রব্যের আসক্তির জন্য আর কি কি সমস্যা হতে পারে?

১) ক্রমাগত মাদকদ্রব্য ব্যবহারের ফলে ব্যবহারকারীদের মধ্যে ব্যবহারের নানা পরিবর্তন বা অস্বাভাবিকতা দেখা যায়, অর্থা এদেরকে তখন মনে হয় তারা অগের থেকে যেন পালটে গেছেমাদকাসক্তি ব্যক্তির মধ্যে অনেক সময় সমাজ বিরোধী মনোভাবদেখা যায়তারা সমাজে মেলা মেশা বন্ধ করে দেয়,একা একা থাকে,অনেকের রাগ বেড়ে যায়,কখনো কখনো উত্তেজনা বশে অন্যকে আঘাত করতে পারে, মিথ্যা কথা বলার প্রবনতা বাড়ে ইত্যাদি
অনেকের এটা ছোট বয়স থেকে হতে পারে,পরে যখন বড় হয় তখন নানা সমাজবিরোধী কাজ করতে থাকেযারা সমাজবিরোধী মনোভাবের হয় তারা বেআইনি মাদকদ্রব্য যেমন, হিরোইন,গাঁজা,বা কোকেন,ইত্যাদি বেশী ব্যবহার করেঅবশ্য বেশীর ভাগ মাদকাসক্ত ব্যক্তিরা ঐসব ড্রাগের সাথে অ্যালকোহল ব্যবহার করে
পরিসংখ্যান নিয়ে দেখা গেছে এরা নিজেদের জীবনধারায় খুশী নয়, আর অনেকেই ডিপ্রাসন বা বিষন্নতায় ভোগে
) ডিপ্রেসন ও আত্মহত্যাঃ মাদকদ্রব্য ব্যাবহারকারিদের মধ্যে যারা হিরোইন বা ঐ জাতীয় মাদকদ্রব্য, বা অ্যালকোহল এ আসক্ত তাদের প্রায় এক তৃতীয়াংশের মধ্যে ডিপ্রেসন বা বিষন্নতা রোগের উপসর্গ দেখা যায়মাদকাসক্তির জন্য এদের আত্মহত্যা করার প্রবনতা অনেক বাড়েপাশ্চাত্য ও উন্নত দেশ গুলিতে পরিসংখ্যানে দেখা গেছে ১৫ থেকে ২০শতাংশ মাদকাসক্ত ব্যক্তি আত্মহত্যা করে মারা যেতে পারে
মাদকাসক্তির জন্য কি কি শারীরিক ক্ষতি হতে পারে?
মাদকদ্রব্যের ব্যবহারের ফলে মানসিক ক্ষতি বা পরিবর্তনের সাথে শরীরেরও অনেক ক্ষতি হয়ঃ
দুর্ঘটনা জনিত ক্ষতিঃ এখন জানা গেছে যে মাদকদ্রব্য বা অ্যালকোহল ব্যবহার করে গাড়ী চালানোই রাস্তায় দূর্ঘটনার প্রধান কারনমাদকদ্রব্য নেওয়ার ফলে মনযোগ বা একাগ্রতা,ভারসাম্য,স্মৃতিশক্তি কমে যায়, এমনকি সমস্যার সমধান করার ক্ষমতাও কমে যায় এবং সেই অবস্থায় গাড়ী চালালে দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশী হয়মাদকদ্রব্য ব্যবহার করে অনেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে আহত বা অজ্ঞান এমনকি মারা যেতে পারে,বা হাত পা ভেঙ্গে যাওয়ার ঘটনাও খুব হয়

ড্রাগ বা মাদকদ্রব্য অধিকমাত্রায় নিলে কি ক্ষতি হয়?
অনেকদিন ধরে বার বার মাদকদ্রব্য ব্যবহার করলে শরীরের সহ্য ক্ষমতা(Tolerance) বেড়ে যায়তখন বেশী মাত্রায় মাদকদ্রব্য লাগে সেই আগের মত নেশার ভাব আনতেসেইজন্য পরিমান বাড়াতে বাড়াতে এমন পরিমানে নিয়ে ফেলে যে বিষক্রিয়া শুরু হয়ে যায়এই বিষক্রিয়া হয় সাধারনতঃ অ্যালকোহল বা হিরোইন বেশী নিলেঅনেক ঘুমের ঔষধ বেশী মাত্রায় নিলেও এই বিষক্রিয়া হয়বিষক্রিয়ার উপসর্গগুলি বিভিন্ন ড্রাগে বিভিন্ন হয়রোগী অনেক সময় অজ্ঞান হয়ে গিয়ে শ্বাস বন্ধ বা হার্ট বন্ধ বা ফিট হয়ে মারা যেতে পারে

মাদকদ্রব্য ব্যবহারে শরীরের কি কি ক্ষতি হয়?
অ্যালকোহল বা মদে নেশাগ্রস্থ ব্যক্তি অনেকদিন ধরে বেশী পরিমানে প্রত্যেকদিন বা সপ্তাহের বেশীর ভাগদিন মদ খায় তাহলে নিম্নলিখিত শরীরের নানা ক্ষতি হয়
Ø পাকস্থলি বা অন্ত্রে আলসার বা ঘা হতে পারে
Ø লিভারের সিরোসিস হতে পারেতারজন্য জনডিশ (Jaundice) বা সারাদেহ হলুদ হয়ে যায়,পেটে জল জমে,হজম ঠিকমত হয় না ইত্যাদি উপসর্গ হয়
Ø অ্যালকোহলে আসক্ত রোগীরা খাওয়া দাওয়া ঠিকমত করে না বলে  ভিটামিনের অভাব হয়যেমন ভিটামিন বি১,বি১২,ও বি৬(Vitamin,B1,B12,B6),এর অল্পতার জন্য ব্রেন বা মস্তিষ্কের এবং নার্ভের ক্ষতি হয়ব্রেনের ক্ষতি হলে,স্মৃতি শক্তি লোপ পায়,সন্দেহ ভাব হয়,লোকজনকে চিনতে ভুল করে,এমনকি মৃগিরোগীর মত ফিট হতে পারেনার্ভের ক্ষতির জন্য হাত পা ঝিন ঝিন করে, অসাড় হয়ে যায়(স্পর্শের অনুভূতি কমে যায়) বা একদম নষ্ট হয়ে যেতে পারে  কারো কারো দেহের মাংস্পেশী শুকিয়ে যায়
Ø অ্যালকোহল অধিক পরিমানে নিলে, হার্টেরও মাংসপেশীকে দুর্বল করে দেয়
Ø ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়মদ্যপায়ীদের মুখে, পাকস্থলিতে,লিভারে,প্যানক্রিয়াসে(Pancreas)ইত্যাদি জায়গায় ক্যান্সার হতে পারে
Ø নার্ভের ক্ষতি হওয়ার জন্য বিশেষ করে পুরুষদের যৌনক্ষমতা নষ্ট হয়ে যায়, তার জন্য স্ত্রীর প্রতি সন্দেহ ভাব বেড়ে যেতে পারে
Ø প্যানক্রিয়াসের রোগ(Pancreatitis) জন্য,হঠা পেটে সাংঘাতিক ব্যথা,শক, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারেবেশ কিছু সংখ্যক রোগী প্যানক্রিয়াসের রোগের জন্য মারা যায়    
ইনজেকসন দ্বারা মাদকদ্রব্য শরীরে নিলে নানারকম সংক্রামক ব্যধি হতে পারেযেমন
Ø ইনজেকসন সিরিঞ্জের মাধ্যমে রক্তে সরাসরি অনেক রকম ব্যাক্টিরিয়া দেহে প্রবেশ করেসেজন্য হার্টে ব্যাক্টিরিয়ার সংক্রামন হলে, হার্ট ফেল করতে পারে, তাছাড়া, সেই ব্যাক্টিরিয়া রক্তের মাধ্যমে ব্রেনেগিয়ে সেখানেও সংক্রামিত করতে পারেব্রেনের ও হার্টের ব্যক্টিরিয়ার সংক্রামনের চিকিসা বেশ কষ্টসাধ্য, এবং রোগী সেরে উঠলেও, পুরোপুরি কর্মক্ষম নাও হতে পারে
Ø লিভারে নানারকম ভাইরাসের সংক্রামন হতে পারেযেমন হেপাটাইটিস বি,হেপাটাইটিস সি,ও হেপাটাইটিস ই,ইত্যাদি ভাইরাসের সংক্রমনএই ভাইরাসের সংক্রমন হলে, লিভারে সিরোসিস,লিভার ঠিকমত কাজ করে না,তাতে রক্তের গন্ডগোল,রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া,এমনকি পরর্বতি সময়ে অনেকের লিভারে ক্যান্সার রোগ হতে পারে
Ø এইডস রোগ হতে পারে, যদি একই সিরিঞ্জে অনেকে ড্রাগ নিতে থাকে আর তাদের মধ্যে যদি কারো এইডস রোগ থাকেএছাড়া দেখা গেছে যে মাদকদ্রব্য কেনার জন্য অনেকে যৌনকর্মীর কাজ করে রোজকার করেএতে যৌনকর্মীরও এইডস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়   

ধূমপানের দ্বারা ড্রাগনিলে ফুসফুসের কি কি ক্ষতি হতে পারে?
ধূমপান করে যে ড্রাগগুলো নেওয়া হয় তারমধ্যে গাঁজা,কোকেন,হিরোইন ইত্যাদি প্রধানসিগারেট বা বিড়ি খাওয়াকেও এর মধ্যে আনা যেতে পারেদীর্ঘদিন ধরে বা দশ বছরের বেশী সময় ধরে ধূমপান করলে ফুসফুসের ক্ষতি হয়হাঁপানির টান,ব্রঙ্কাইটিস,এমফাইসেমা(Emphysema),এমনকি ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়
তামাকের ব্যবহার ও ধূমপানের সম্বন্ধে অন্য অংশে বিস্তারিত লেখা হয়েছে
আরও নিম্নলিখিত অসুবিধা হয় মাদকদ্রব্য ব্যবহারে
১) কোনো নেশাগ্রস্থ ব্যক্তি যদি শারীরিক কোনো অসুখের কারনে বা অন্য কোনো কারনে মাদকদ্রব্য নেওয়া বন্ধ করে বা হাস্পাতালে ভর্তি হয়,সেখানে মাদকদ্রব্যের সাপ্লাই না পাওয়ার জন্য,তাদের নানা উপসর্গ হয়,তাকে বলে উইথড্রয়াল সিনড্রোম(Withdrawal syndrome) বা মাদকদ্রব্য বন্ধজনিত অবস্থা
এই উপসর্গগুলো বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের বন্ধ করার জন্য বিভিন্ন রকমের হয়যেমন যারা অ্যালকোহল বা ঘুমের ঔষধের নেশা করে, তাদের ঐগুলি বন্ধ বা কম করলে টেনশন, উদ্দিগ্নভাব,অস্থিরতা ভাব,ঘুম না হওয়া, এমনকি ফিটও হতে পারে
যারা কোকেন,অ্যাম্ফিটামিন,গাঁজা ইত্যাদির নেশা করে, তারা যদি হঠা বন্ধ করে বা খুব করে দেয় তাহলে মনে অবসন্নতা ভাব,শরীরে দূর্বলতা ভাব,মনযোগের অভাব,ঘুম বেশী হতে পারে বা মনে নিস্তেজ ভাব ইত্যাদি হয়
বন্ধ করার পর নেশাগ্রস্থ ব্যক্তির মনে ঔ মাদকদ্রব্যের জন্য আকর্ষন বেশ কিছুদিন, মাস এমনকি বছরেরও বেশী সময় ধরে থাকেঐ ড্রাগের আকর্ষনের জন্য নেশাকারি ব্যক্তি আবার নেশা করতে আরম্ভ করেসে জন্য মাদকাসক্ত ব্যক্তিরা চিকিসা করাতে গেলে তাদের চিকিসায় বার বার অসফল হয়
২)মাদকাসক্ত রোগীর যদি কোন অপারেশন করতে হয়, তাদের অজ্ঞান করতে বা ঘুম পাড়াতে বেশী ডোজের ঔষধ লাগে, কারন ঐসব রোগীদের আগে থেকেই ঐসব ঔষধের সহ্য করার ক্ষমতা ড্রাগ নেওয়ার জন্য বেড়ে যায়





Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

1 মন্তব্য(গুলি):

  1. Online Casino: No Deposit Bonus - Khadangpintar
    Online Casino is a top-rated entertainment venue where you can enjoy a wide range of games from video 온카지노 주소 poker to video blackjack.

    উত্তরমুছুন

 

© 2013 Effects of Drug Abuse. All rights resevered. Designed by Templateism

Back To Top